
সুনন্দা দত্ত, আরামবাগ : বেশকিছুদিন আগে নিজের প্রচারের গাড়ি থেকে দলেরই বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে নামিয়ে দিয়েছিলেন কল্যাণ. তা নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর. সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূলের সভামঞ্চে খোদ বিদায়ী সাংসদকেই উঠতে না দেওয়ার অভিযোগ শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। বুধবার আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে জনসভা করতে এসেছিলেন দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তার আগে মঞ্চে বক্তব্য রাখছিলেন কল্যাণ। সেই সময় দেখা যায় বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার মঞ্চের পিছনে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু মঞ্চে উঠছিলেন না। কেন তিনি মঞ্চে উঠছেন না, সেই বিষয়ে প্রশ্ন করতেই কার্যত ফুঁসে উঠলেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ। সরাসরি নাম ধরে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। অপরূপা বলেন, “সব তো ক্যামেরাবন্দি হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় মঞ্চে উঠতে দেননি। তিনি তফসিলি, দলিত, সংখ্যালঘুদের অপমান করেছেন। আমি এখনও দলের দু’বারের সাংসদ।”
লোকসভা ভোটে এবার টিকিট পাননি অপরূপা। তাঁর বদলে ব্রিগেডের জনগর্জন সভা থেকে আরামবাগে তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মিতালী বাগের নাম। আর এবার মিতালীর সমর্থনে তৃণমূল সুপ্রিমোর জনসভার মঞ্চে খোদ বিদায়ী সাংসদকেই উঠতে না দেওয়ার অভিযোগ কল্যাণের বিরুদ্ধে।
এদিন অপরূপার বিস্ফোরক অভিযোগ শুনে পাল্টা দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ব্যক্তিগত আক্রোশ থেকেই এসব বলছেন অপরূপা।