
শেখ এরশাদ, কলকাতা : দিকে দিকে হকার-উচ্ছেদের ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে. বেআইনিভাবে ফুটপাথ দখল ও অবৈধ নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হয় ওঠে প্রশাসন. জেলায় জেলায় শুরু হয় হকার উৎখাত অভিযান. এই ঘটনার প্রতিবাদ করে পথে নামে বিভিন্ন হকার সংগঠন. সরব হয় বিরোধীরাও.
বুধবার বিভিন্ন গণ সংগঠন এবং APDR-এর যৌথ উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়. কলেজ স্ট্রিট থেকে কলকাতা পৌরসভা পর্যন্ত এই মিছিল হয়. প্ল্যাকার্ড-পোস্টার হাতে মিছিলে পা মেলান অসংখ্য মানুষ. পোস্টারে লেখা, শপিং মল ও অনলাইন কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থে রাজ্যজুড়ে হকার ও ছোট দোকানদার উচ্ছেদের সরকারি ষড়যন্ত্রের বিরোধিতা করুন. পশ্চিমবঙ্গে বুলডোজার সংস্কৃতি আমদানি করা চলবে না
প্রসঙ্গত, অবৈধ হকার ও অবৈধ নির্মাণ নিয়ে কড়া মনোভাব দেখান রাজ্যের প্রসাশনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একেবারে নবান্নে বৈঠক ডেকে দলের কাউন্সিলর থেকে ছোট বড় নেতাদের সাবধান করেন তিনি। এমনকি পুলিশ প্রশাসনকেও কড়া কথা শোনান মুখ্যমন্ত্রী। এরপরই মাঠে নেমে পড়ে পুলিশ প্রসাশন।
তবে, দিকেদিকে হকার-উৎখাতের প্রতিবাদের পরেই পুলিশ-প্রশাসনকে এক মাস সময় বেঁধে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. এই এক মাসের মধ্যে সকল অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে, এমনটাই নির্দেশ তাঁর. শেষ পর্যন্ত এই জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার.