
ত্রয়ণ চক্রবর্ত্তী, কলকাতা:রাজ্যের বিরোধী দলনেতা ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনের নালিশ জানালো এপিডিআর। মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন জ্যোতির্ময় ভট্টাচার্যকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে,
মহাশয়,
গত বৃহস্পতিবার, ২৪ অগাস্ট (২৪/০৮/২৩) কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী বলেন, “ধর্ষণকারীদের এনকাউন্টার করে দেওয়া উচিত” অর্থাৎ তাদের ভূয়ো সংঘর্ষে মেরে ফেলা উচিত। তিনি আরও বলেন, ” যারা এরকম অপরাধ করে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই। প্রয়োজনে তাদের এনকাউন্টারে মেরে ফেলা উচিত।” অর্থাৎ তিনি ধর্ষণে অভিযুক্তদের ভূয়ো সংঘর্ষে হত্যা করার জন্য পুলিশকে প্ররোচনা দিয়েছেন। সাধারণ মানুষকে প্ররোচনা দিয়েছেন। তার এই বক্তব্য ঘৃণা ভাষণ। অভিযুক্তদের জীবনের অধিকার, বিচার পাওয়ার অধিকার সবই তিনি নস্যাৎ করে তাকে তৎক্ষনাৎ ভূয়ো সংঘর্ষে হত্যার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি ভারতের সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি ঘৃণা ভাষণের বিরুদ্ধে ‘ জিরো টলারেন্স ‘ নীতি নেওয়ার জন্য বিচারপতিদের ও প্রশাসকদের কাছে আবেদন করেছেন। দ্রুত বিচারেরও পরামর্শ দিয়েছেন। আমরা শুভেন্দু অধিকারীর এই ঘৃণা ভাষণের বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আপনার কাছে আবেদন জানাচ্ছি।