
নিজেস্ব প্রতিনিধি,কলকাতাঃ ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই নিজের নিরাপত্তা জোরদার করতে ছুটে গিয়েছেন মমতার কাছে।
নিরাপত্তার অভাব বোধ করছে আরাবুল ইসলাম। হ্যাঁ নিজেই এমন দাবি করলেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল। জানা গেছে, গত বৃহস্পতিবার ভাঙড় দুই নম্বর ব্লকে বৈঠক ছিল। সেখানে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বক্তব্য রাখতে না দেওয়ায় বিক্ষোভের মুখে পড়তে হয় আরাবুলকে। দীর্ঘক্ষণ তিনি বিডিও অফিসে আটকেও থাকেন। অন্যদিকে, পঞ্চায়েত ভোটপর্বেও বিক্ষোভের মুখে পড়েছিলেন আরাবুল। আর তারপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন, এ কথা ঘনিষ্টদের কাছে স্বীকার করেছেন দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম।
সাংবাদিকদের প্রশ্নের মুখে আরাবুলের সাফ জবাব, ‘আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি। আমি রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আমাদের জেলা নেতৃত্ব, আমাদের অবজারভারকে বারবার বলেছি। আমাদের যে কোনও সময় প্রাণহানির আশঙ্কা আছে। হুট করে আমার তিনজন সিকিউরিটিকে চেঞ্জ করে দেওয়া হল। কোনও কারণ নেই। আমার সিকিউরিটি তুলে নেওয়া হয়। আরাবুলের উপর আক্রমণ হতে পারে সেটা ওরা বোঝে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আমার নিরাপত্তার বিষয়টি দেখুন।’