
সুমন গঙ্গোপাধ্যায়ঃ পরে ব্যাট করতে নেমে ছক্কা মারলেন অর্জুন সিং। পদ্ম টিকিটে দিল্লি গেলেও পরে ফিরে আসেন জোড়া ফুল শিবিরে। যদিও ২৪ সের লোকসভাতে টিকিটের টিকি মেলেনি অর্জুনের। ১০ তারিখ ব্রিগেডের জনগর্জন সভাতে গেলেও রাজনীতিতে অর্জুন বিরোধী বলে পরিচিত নৈহাটির বিধায়ক রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক কে ব্যারাকপুরের টিকিট দেয় তৃণমূল। এক মুহূর্ত দেরী করেননি রাজনীতিতে অভিজ্ঞ অর্জুন।
সোজাসুজি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করে টিকিট পাওয়ার পাক্কা বন্দোবস্ত করতে সফল। অর্থাৎ ব্যারাকপুর থেকে পদ্ম প্রতীকে দাঁড়াচ্ছেন অর্জুন সিং। লড়াই জমজমাট। অপরদিকে কংগ্রেস ত্যাগ করে সম্প্রতি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপি গিয়েছেন আইনজীবী কৌস্তুভ বাগচী। তাঁকে লড়াই করতে হবে তৃণমূলের হেভিওয়েট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্রীরামপুর থেকে। তবে এবারের নির্বাচনে এক কথায় ‘দেখার মতো’ হতে চলেছে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র। ইতিমধ্যেই তৃণমূলের প্রার্থী হিসাবে লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত সূত্র মারফত পাওয়া খবর, এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন অগ্নিমিত্রা পাল। অপরদিকে কৃষ্ণনগর কেন্দ্রে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা রুদ্রনীল ঘোষের।
নাম আছে অর্চনা মজুমদারেরও। অপরদিকে দমদম থেকে প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ। বারাসাত থেকে দুইবারের কৃষ্ণনগরের সিপিএম প্রাক্তন সংসদ জ্যোতির্ময় সিকদার কে প্রার্থী করতে পারে বিজেপি।