
ওঙ্কার ডেস্ক : বুধবার পার্থ ভৌমিকের সমর্থনে ব্যারাকপুরে রোড শো করার সময় অর্জুন সিং-কে কড়া নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়. এবার তার পাল্টা জবাব দিলেন বিজেপি প্রার্থী. অর্জুন বলেন, ‘লোকসভা ভোটের পর তৃণমূল দলটা আর থাকবে না. দলটাকে শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকা-লন্ডন চলে যাবেন’. পাশাপাশি মমতাকে তোপ দেগে অর্জুন বলেন, ‘সংখ্যালঘু ভোট হাত থেকে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরেই মুখ্যমন্ত্রী বলছেন, বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন’