
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর : ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং এর ওপর প্রাণঘাতী হামলা।ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য বোমা। ছোড়া হলো গুলিও। বোমার আঘাতে আহত প্রাক্তন সংসদ অর্জুন সিং। জানা যাচ্ছে শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাসভবনের সামনে যখন দাঁড়িয়েছিলেন সেই মুহূর্তে হঠাৎই তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ও বোম চালানো হয়. অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবলের বিরুদ্ধে। সেই বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিং।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে অর্জুন সিং একাধিকবার উল্লেখ করেছিলেন তার ওপর হামলা হতে পারে যে কোন মুহূর্তে। এই মুহূর্তে এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি ব্যারাকপুরে।