
ওঙ্কার ডেস্ক : আমরা ছাত্রদের নবান্ন অভিযানকে সমর্থন করছি।আমি যাচ্ছি সেখানে।পুলিশ দিয়ে এই আন্দোলন আটকানো যাবেনা।নবান্নে যাওয়ার আগে জানালেন অর্জুন সিং.
মঙ্গলবার সকালে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্ররা।সেই লক্ষ্যেই এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন রেল স্টেশন ,বাস স্টপেজে ভিড় দেখা গেছে ছাত্রদের।তবে নবান্ন মুখী ছাত্র ছাত্রীদের পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ ।আর এই নিয়েই শুরু হয়েছে তরজা।সেই চিত্রই দেখা যাচ্ছে মেদিনীপুর,হুগলী ,ঝাড়গ্রাম থেকে শুরু করে কোচবিহার ও জলপাইগুড়িতে।
প্রসঙ্গত, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ করে খুনের প্রতিবাদে মঙ্গলবার পথে নামছে ছাত্র সমাজ। সুবিচারের দাবিতে তার ডাক দিয়েছে নবান্ন অভিযান।
ছাত্র সমাজের মিছিলের মূল জমায়েত কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিট অঞ্চলে। সকাল ১১টা নাগাদ মিছিল কলেজ স্ট্রিট থেকে ইডেন গার্ডেন্স , হেস্টিং হয়ে নবান্নের দিকে যাবে বলে জানা গিয়েছে।