
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর:একই দিনে জোড়া নোটিশ অর্জুন সিং এবং পবন সিংকে, বুধবারই গোয়েন্দাদের মুখোমুখি হতে চলেছেন পিতা- পুত্র।একজন হলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ, অপরজন বর্তমান ভাটপাড়ার বিধায়ক।রাজনৈতিক সমীকরণের বাইরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা অর্জুন সিংয়ের ছেলে হলেন পবন সিং । পুরনো একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কে। অপরদিকে বুধবারই ভাটপাড়ার বিধায়ক পবন সিং কে অপর একটি মামলায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের গোয়েন্দা দপ্তর ভবানী ভবনের তরফে।গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন অর্জুন- পবন দুজনেই। তবে অর্জুন বক্তব্যকে কটাক্ষ করে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালিন অর্জুন সিং যা যা দুর্নীতি করেছেন সেইগুলো সব সামনে আসছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।