
নিজস্ব প্রতিনিধিঃ নিরাপত্তার বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ব্যরাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। যদিও গত মাসে বিজেপিতে যোগ দেওয়ার পরই ফের জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন তিনি। উল্লেখ্য ২০১৯ সালে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি, ২০২০ সালের ডিসেম্বরে সুপ্রিয় কোর্টর নির্দেশে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন সেসময়। তবে রাজ্যের বিরুদ্ধে অর্জুন সিংয়ের অভিযোগ ছিল, তাঁর বাড়ির সংলগ্ন এলআকা জুড়ে সিসিটিভি বসানো হয়েছে। যদিও সব ক্যামেরা তাঁর বাড়ির দিকে মুখ করে। কোনো ক্যামেরা রাস্তার দিকে নয়। অর্জুনের উপরে ব্যাক্তিগত নজরদারির জন্য এই ভাবে ক্যামেরা বসানো হয়েছে বলে অভিযোগ ছিলই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে একই ঘটনা ঘটে। তাঁর বাড়ি লক্ষ্য করেও সিসিটিভি ক্যামেরা বসানো হয়। পরে আদালতের নির্দেশ সেগুলিকে সরানোর হয়। রাজ্য সরকার আদালতে জানায় ওই এলাকায় ভয়ংকর অশান্তি গোলমালের উদাহরণ আছে, তাই ২০২১ সালে ওই সব ক্যামেরা বসানো হয়। যদিও তিনি তখন বিজেপিতে ছিলেন। তবে ক্যামেরা লাগানো হলেও তখন তিনি বাধা দেননি। ২০২২ সালে তিনি বিজেপি ছেড়ে শাসক দল তৃনমূলে যোগ দিয়েছিলেন। এবার ভোটের মুখে ফের দল বদল করলেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশ তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা CISF কে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দিতে হবে। একইসঙ্গে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের। আগামী ২৪ এপ্রিল এই মামালার পরবর্তী শুনানি।