
প্রতীতী ঘোষ, উত্তর ২৪ পরগনা : আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিককে তৃণমুলের প্রার্থী ঘোষনা করার পর থেকেই ক্ষুব্ধ সাংসদ অর্জুন সিং। রাজনৈতিক মহলে জোর জল্পনা, অর্জুনের তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।
ইতিমধ্যেই সাংসদের কার্যালয় থেকে খুলে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি। লাগানো হয়েছে প্রধানমন্ত্রীর ছবি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘২০১৯ এর মতো ২০২৪-এর লোকসভা নির্বাচনেও ব্যারাকপুরে বিজেপিই জিতবে’। পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নিশানা করে অর্জুন বলেন, ‘ব্যারাকপুরবাসীর কারও ভাল করেননি পার্থ। মানুষ এর জবাব দেবে’।