
নিজস্ব প্রতিনিধি: জেলে এটা তার দ্বিতীয় পুজো। নিয়োগ দূর্নীতি মামলায় ২০২২ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। এখন তার স্থায়ী ঠিকানা আলিপুর মহিলা জেল। সামনে শারদোৎসব। পুজোর দিনগুলো যাতে বন্দিরা আনন্দে কাটাতে পারেন,তার জন্য জেলের ভিতরের পুজোর আয়োজন করা হয়। বিচারাধীন বন্দিরাই আয়েজনে অংশ নেন। সুত্রের খবর,শরীর ভালো নেই অর্পিতার। দাঁতে ব্যাথা,স্ত্রী রোগজনিত রোগের পাশাপাশি। কানের সমস্যাও রয়েছে। তবু মন ভালো রাখতে পুজোতে অংশ নেবেন তিনি। অষ্টমীর দিন অঞ্জলি দেবেন,ভোগ তৈরি,পরিবেশনেও অংশ নেবেন।
অন্যদিকে পুজোয় মেনুতেও বদল হবে। প্রাতঃরাশে ঘুগনি,গজা,সিঙ্গারা। দুপুরে ঘুরিয়ে ফিরিয়ে মাছের মাথা দিয়ে ডাল,মাংস,চাটনি,মিষ্টি, রাতে লুচি,আলুর দম,ডিমের কারি থাকবে বলে জেলসুত্রে খবর।