
শেখ এরসাদ, কলকাতা – মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের ভার্চুয়ালি শুনানি হয়। এই শুনানিতে অর্পিতার আইনজীবী অভিযোগ করেন – অর্পিতার ঠিক মত চিকিৎসা হচ্ছে না। বিচারক অর্পিতা এবং জেল কর্তৃপক্ষের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন। জেল কর্তৃপক্ষকে বিচারক বলেন – “জেলকোর্ড অনুযায়ী অর্পিতার যাবতীয় দায়িত্ব আপনাদের , আপনাদের তরফে যেন কোনো রকম গাফিলতি না হয়।” অর্পিতার মেডিক্যাল রিপোর্ট দেখে বিচারক নির্দেশ দেন, “একটি x-ray ও দাঁতের স্ক্যান করার রেকমেন্ডেশন করা আছে। ওটা যেন তারাতারি হয়।”