
সুরজিৎ দাশ, ওঙ্কার বাংলা: বেআইনিভাবে ভারত-বাংলাদেশের মধ্যে মানব পাচারের অভিযোগে ৫ জন দালালকে গ্রেফতার করল রানাঘাট জেলার পুলিশ। বেআইনি ভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসা ,ও ভারত থেকে বাংলাদেশে পাঠানোর কাজ করত ঐ অভিযুক্তরা বলে জানা গেছে
পুলিশ সূত্রে খবর, গত ১ ডিসেম্বর ৫ জন বাংলাদেশীকে অবৈধভাবে ভারতে প্রবেশ করানোর অভিযোগে গ্রেফতার করা হয় ঐ পাঁচ জনকে। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দালালচক্রের হদিশ পান তদন্তকারীরা। ধৃতদের বয়ানের ভিত্তিতে তদন্তে নামে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ। তদন্তে নেমে ভারতের ৫ জন দালালকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন ধানতলা থানা এলাকার এবং ২ জন হাঁসখালি থানা এলাকার।
বৃহস্পতিবার ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে ৫ অভিযুক্তকে রানাঘাট আদালতে পাঠিয়েছে হাঁসখালি ও ধানতলা থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আর কে কে এই চক্রের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার।