
ওঙ্কার ডেস্ক : গড়িয়াহাটের রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচারে চলছে ১৯৩ তম ভিস্যুয়াল আর্ট প্রদর্শনী. সৌজন্যে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি. ২৭, ২৮. ২৯ শে জুন এবং ১ জুলাই চলবে এই এক্সিবিশন. সকাল ১১ টা থেরে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চার দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে.
যেদিকেই তাকাবেন চোখধাঁধানো সব ছবি. কেউ রঙ তুলির টানে, কেউ বা পেন্সিলের আঁকায় নিজেদের ভাবনা ফুটিয়ে তুলেছেন. কারও বা তোলা ছবি থেকে চোখ সরানো দায়. আর কী কী চমক রয়েছে প্রদর্শনীতে? ঘুরে দেখলো ওঙ্কারের ক্যামেরা. বেঙ্গল আর্ট ফ্যাক্টরির কর্নধার কিংকর বন্দ্যোপাধ্যায় জানান, এই প্রদর্শনীতে নবীন প্রবীন শিল্পীদের সমন্ময় হয়েছে। প্রতিটি শিল্পী তার সেরা সৃষ্টি তুলে ধরেছে প্রদর্শনীতে।
শিল্পিদের দাবি, কলকাতা ছবি প্রেমী মানুষ আছেন দেখছেন। কাজের প্রশংসা করছেন। এটা একজন শিল্পীর কাছে বড় পাওনা বলে দাবি করেন শিল্পী অভিজিৎ রায়।
শিল্পের এক গুরুত্বপূর্ণ অধ্যায় চিত্রশিল্প। বাংলার বহু শিল্পী সেই ধারা পুষ্ট করে চলেছেন রেখায়, রঙে, ছন্দে, ভাবে, কালিতে কলমে, ক্যনভাসে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্কের সংগ্রহশালা ও আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সামার কার্নিভাল দেখতে গেলে, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্কের সংগ্রহশালা দেখতে ভুলবে না। ধারাবাহিক প্রদর্শনীর মাধ্যমে শিল্প ও শিল্পীকে নতুন করে তুলে ধরার প্রচেষ্টা দেখতে পাবেন আপনি।