
পূর্ব মেদিনীপুর, প্রদীপ কুমার মাইতি : তীব্র গরমে নাজেহাল অবস্থা। আকাশে মেঘের লেশমাত্র নেই. চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী. কিন্তু, রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারী স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত। শুনে অবাক হলেন ? অভিনব ভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিদ্যালয়।
বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা। যা থেকে অনবরত বৃষ্টির মতো ঝরছে জল। ছাত্র-ছাত্রীরা ভাবছে বাইরে বৃষ্টি পড়ছে। বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয় প্রাঙ্গণে তার খুব একটা আভাস পাওয়া যাচ্ছে না।
রামনগরের সোণপুর উপকূলবর্তী এলাকায় দাবদাহে জনজীবন যেখানে অতিষ্ঠ এবং তাপমাত্রা ৩৫ থেকে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই, সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভিতরের তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রী সেলসিয়াস। এই প্রাকৃতিক শীতল পরিবেশ পেয়ে খুশি পড়ুয়ারা।
বিদ্যালয় চালু করা হয়েছে ওয়াটার বেলও। নির্ধারিত সময় সময়ে ছাত্র-ছাত্রীদের জল পান করার বার্তা দেওয়া হচ্ছে। খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা।
আনন্দ নিকেতন নার্সারি স্কুলে এমন অভিনব আয়োজন পথ দেখাচ্ছে বাকি স্কুলগুলোকে। গরমেও ছাত্র-ছাত্রীদের অভিনব আয়োজন করে গঠন-পাঠন করা যায়।