
মানস চৌধুরী, কলকাতা : এবার রাজ্যের ক্রিড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে ইডি তলব। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে তলব করা হয়। অ্যালকেমিস্ট সংস্থা থেকে ২০১৪ সালে নির্বাচনের সময় টাকা নেয়ার অভিযোগ। এবার রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাসকে তলব করল ইডি। অ্যালকেমিস্ট চিটফান্ড থেকে তহবিল নেওয়ার জন্য তাকে তলব করা হয়। ইডি সূত্রে জানা গেছে, অ্যালকেমিস্ট সংস্থা থেকে ২০১৪ সালে নির্বাচনের সময় টাকা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অ্যালকেমিস্ট সংস্থার হিসাব রক্ষক কে জিজ্ঞাসা বাদে উঠে আসে অরূপ বিশ্বাসের নাম। তার ভিত্তিতেই তাকে দিল্লিতে তলব করেছে ইডি।বৃহস্পতিবার তাকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে।তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে তলব অরুপের। এখন দেখার তিনি ইডির ডাকে সারা দেন কি না।