
সঞ্জয় রায়চৌধুরী, কলকাতা : বৃহস্পতিবার রাতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল| এরপর রাজধানীজুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন আপ কর্মী সমর্থকেরা| বিক্ষোভ দেখানো হয় শহর কলকাতাতেও| শুক্রবার দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে কলেজ স্ট্রিট বিদ্যাসাগর উদ্যানের সম্মুখে কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভসভার আয়োজন করা হয়। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের এই অগণতান্ত্রিক গ্রেফতারের প্রতিবাদে সকল দেশবাসীকে সোচ্চার হবার আহ্বান জানানো হয়| পাশাপাশি মোদি সরকারকে আসন্ন লোকসভা ভোটে পরাজিত করারও বার্তা দেওয়া হয় এই সভা থেকে।