
অনসূয়া সিনহা,আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দিলদার নগর এর শিব মন্দির এলাকায় দেওরের হাতে বৌদি র মৃত্যুর অভিযোগ। এলাকাবাসীর মতে নারকীয় হত্যার ঘটনা ঘটেছে এলাকায়। পারিবারিক অশান্তির জেরে খুন বলে দাবি এলাকাবাসীর।
প্রত্যক্ষদর্শীর মতে শনিবার দুপুর বেলা ওই রাস্তায় যাবার সময় এক ব্যক্তি দেখতে পান মনি মন্ডলের এর ছোট্ট ছোট্ট সন্তানরা বাড়ির বাইরে কাঁদছে ও চিৎকার করছে। তা দেখেই প্রত্যক্ষ দর্শী বাড়ির ভেতর ঢুকে দেখতে পান মনি মন্ডলের দেওর মনির শরীরে একের পর এক ছুরিকাঘাত করছে। ঘটনা দেখেই চিৎকার করতে থাকেন ওই ব্যক্তি। লোক জড়ো হয়ে যায় চিৎকারে। তখন মহিলার দেওর ওম প্রকাশ রাম উক্ত ব্যক্তি কে ধাক্কা মেরে পালিয়ে যায়। এর পর এলাকার মানুষ মনি মন্ডল কে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রা মৃত ঘোষণা করে বলে খবর।
ঘটনার তদন্তে নেমেছে আসানসোল দক্ষিণ থানা পুলিশ।