
অনুসূয়া সিনহা, আসানসোল :- আসানসোলের সালানপুর থানার অন্তর্গত জেমারী এলাকায় এক পেট্রোল পাম্পে মহিলা কর্মী কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে, পাম্পের মহিলা কর্মী মঞ্জু মারান্ডি জানান,একটি স্কুটি করে তিন যুবক তেল ভরতে এসেছিল পাম্পে।তারা 55 টাকার তেল ভরে গাড়িতে। তারপর হঠাৎই এক মহিলা পেট্রোল কর্মীকে চুলের মুঠি ধরে টেনে তাকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু কোনমতে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এর পর মহিলা কর্মী সহ পেট্রোল পাম্পের কর্মীরা ছুটে পালাতে শুরু করে। অপর দিকে স্কুটিতে আসা তিনজন পালিয়ে যাওয়ার সময় আরো একটি গুলি করে বলে জানায় পেট্রোল পাম্প কর্মী।ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার খবর পেয়েই ছুটে আসে সালানপুর থানার বিশাল পুলিশ বাহিনী। খতিয়ে দেখা হচ্ছে সি সি টিভি ফুটেজ। তবে প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।