
জয়ন্ত সাহা,আসানসোল : শেষ হয়েছে শারদীয় উৎসব,উমাকে বিষন্ন মনে বিদায় জানিয়েছে বাঙালি। আজ মঙ্গলবার, রাত পোহালে লক্ষ্মীপুজো, ধনদেবীর আরাধনা হবে প্রত্যেকটি বাড়িতে। কিন্তু আসানসোলের মহিশিলা কুমোর পাড়ায় এবারে লক্ষ্মীপূজোটা একটু অন্য রকমের । এবার মাটির সরার চাহিদা সেই অর্থে নেই বললেই চলে । যেটুকু বানানো হয়েছে তা নিয়মিত ক্রেতাদের জন্য, নতুন করে আর ক্রেতা পাওয়া যাচ্ছেনা। প্রতিমার পাশাপাশি মাটির সরা ব্যবহার লক্ষ্মীপূজো করার নিয়ম বহুদিন ধরে এই বাংলায় চলে আসছে।কিন্তু বর্তমানে , ধীরে ধীরে সেই মাটির সরা বিলুপ্ত হচ্ছে। তাই সেই অর্থে নতুন ক্রেতাদের দেখা মিলছে না। এই বিষয়ে এক ক্রেতা জানিয়েছেন পারিবারিক ভাবে লক্ষ্মীপূজো তাদের বাড়িতে বহু বছর ধরে চলে আসছে। তারা এখনও সেই নিয়ম চালিয়ে যাচ্ছে। তবে আগামী প্রজন্ম এই পুজো করবে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন।