
জয়ন্ত সাহা, আসানসোল : সামনেই লোকসভা ভোট। সংগঠন পোক্ত করতে মাঠে নেমে পড়েছে শাসক বিরোধী সব দলগুলিও। সেই সঙ্গে স্থানীয় স্তরে শুরু হয়েছে চর্চা, কে হবেন প্রার্থী। আসানসোলে ভূমিপুত্র ও দীর্ঘদিনের পুরনো বিজেপি কর্মীদের কাউকে প্রার্থী করার আবেদন জানালো বিজেপি নেতৃত্বের একাংশ। শুক্রবার আসানসোল বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক বৈঠক করে এ কথা জানান বিজেপির পুরনো কর্মী তথা প্রদেশ কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্য। তিনি বলেন, আসানসোলে বিজেপির বহু পুরনো কর্মী রয়েছেন, পোর খাওয়া রাজনীতিবিদ রয়েছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিটি তাদের মধ্যে কাউকে প্রার্থী করলে দল ভালো ফল করবে। পাশাপাশি তিনি এও বলেন, বিধানসভা ভোটের সময় দেখা গেছে অন্যান্য দল থেকে বিজেপিতে এসেছেন বহু কর্মী। ভোট মিটলেই তারা পালিয়ে গেছেন। টিকিট দেয়ার ক্ষেত্রে এই বিষয়টিও মাথায় রাখা দরকার।
অপরদিকে এই ঘটনাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন ওদের প্রার্থী পালিয়ে গেছে , বিজেপি কোনও প্রার্থী খুঁজে পাচ্ছে না।
উল্লেখ্য, আসানসোলে বিজেপি প্রার্থী হিসেবে পবন সিং এর নাম ঘোষণা করেছিল বিজেপি নেতৃত্ব। এরপরই শুরু হয় রাজনৈতিক তরজা। পবন সিং-কে বাংলা বিদ্বেষী বলে আক্রমণ করে তৃণমূল। বহিরাগত নয়, ভূমিপুত্রকে প্রার্থী। এখন দেখার, আসানসোলের মতো গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে কাকে প্রার্থী করে পদ্ম শিবির।