
জয়ন্ত সাহা, আসানসোল : দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন| দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি| আইনশৃঙ্খলা বজায় রাখতে মাঠে নেমে পড়েছে পুলিশ প্রশাসনও| তাই এলাকায় বহিরাগতদের আনাগোনা রুখতে সক্রিয় ভুমিকায় দেখা গেল আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে। বুধবার বিশেষ নাকাতল্লাশি অভিযান চালানো হয় আল্লাডিমোড় সহ একাধিক জায়গায়| ঝাড়খন্ড থেকে আগত মোটরবাইক থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হয়| পাশাপাশি, আরোহীরা কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন, তার বিবরণ জানা হয়। একই সাথে তল্লাশি অভিযান চলানো হয় রূপনারায়ণপুরের ডাবর মোড় এলাকাতেও। হেলমেট বিহীন মোটরবাইক চালকদের হেলমেট পরে বাইক চালানোর আবেদন করেন পুলিশ। নাকা তল্লাশি অভিযানে যারা গাড়ির কাগজপত্র দেখাতে পারেনি তাঁদের রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়| তাঁদের কাগজপত্র খতিয়ে দেখা হয় এবং তাদের জরিমানা করা হয় বলে জানা গেছে| বুধবার এই বিশেষ নাকা তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারীক সহ রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।