
নিজেস্ব প্রতিনিধি, ওঙ্কারঃ আসানসোলের শিল্পাঞ্চলের রানীগঞ্জের ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হল। প্রায় দেড়শ বছরের প্রাচীন এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাণীগঞ্জের শেয়ারসোল্ অঞ্চলে কয়েক হাজার মানুষের সমাগম হয়ছে চলতি বছর। কথিত আছে রানীগঞ্জ রাজবাড়ীর পক্ষ থেকে প্রায় দেড়শ বছর আগে গোবিন্দ প্রসাদ পন্ডিত এই রথের সূচনা করেছিলেন। শুরুতে রথটি কাঠের থাকলেও পরবর্তীতে গোবিন্দ প্রসাদ পন্ডিতের মেয়ে হরসুন্দরী দেবী পিতলের এই রথটি তৈরি করেন। সেয়ারসোল রাজবাড়ীর রথ কে কেন্দ্র করে একদিকে যেমন প্রচুর মানুষের সমাগম হয়, তেমনি রথযাত্রাকে কেন্দ্র করে মেলা বসেছে শেয়ারচল অঞ্চলে । পাশাপাশি এদিন রথযাত্রা উপলক্ষে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।