
অনুসুয়া সিনহা,আসানসোল:স্কুলের নাবালিকা ছাত্রীর সঙ্গে এক পুরুষ কর্মচারীর অশালীন আচরণের অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের।ব্যাপক উত্তেজনা আসানসোলের উমারানী গড়াই মহিলা কল্যাণ উচ্চ বিদ্যালয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা। অভিভাবক দের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকা বিষয়টি ধামা চাপা দেবার চেষ্টা করছেন। সেই অভিযোগে স্কুলের ভিতর দীর্ঘক্ষণ বিক্ষোভ চলতে থাকে। স্কুলে উপস্থিত প্রধান শিক্ষিকা কে ঘিরেও চলে বিক্ষোভ । অভিভাবকরা বলেন গত 19 তারিখ ঘটনাটি ঘটার পর কেন ব্যবস্থা নিলেন না প্রধান শিক্ষিকা। অভিযুক্ত পুরুষ কর্মী কে ডেকে জিঙ্গাসবাদ করারও দাবি করেন তারা। শুধু তাই নয় অভিভাবকদের দাবি স্কুলে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে।কিন্তু সেই ঘটনাগুলি ধামা চাপা হয়েছে।যদিও স্কুলের প্রধান শিক্ষিকা পাপড়ি ব্যানার্জির দাবি লিখিত কোনো অভিযোগ না থাকার কারণে তিনি মানতে রাজি নন যে এমন ঘটনা ঘটেছে।
এর পরেই উত্তেজনা আরো বৃদ্ধি পায়। ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পুলিশ কে ঘিরেও বিক্ষোভ শুরু করে অভিভাবক রা। তারপরে অভিযুক্ত প্রদীপ দাস কে আটক করে আসানসোল দক্ষিন থানার পুলিশ। বেশ কিছুক্ষন পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।