
জয়ন্ত সাহা, আসানসোল: আলু ব্যবসায়ীদের ধর্মঘটে নাজেহাল অবস্থা হয়েছিল আম জনতার। প্রতিদিন ভাতের পাতে আলু যেন অত্যাবশ্যকীয় এক সবজি। সেই আলুই কিছুদিন আগে মিলছিল না বাজারে। আর মিললেও তার দাম ছিল প্রায় আকাশ ছোঁয়া। বৃহস্পতিবার পর্যন্ত আলুর দাম প্রতি কেজি ৪০ থেকে ৪২ টাকা অবধি ছুঁয়েছিল। অবশেষে ৩ দিন ধর্মঘট চলার পর তা তুলে নেয় ব্যবসায়ীরা। শুক্রবার পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই আলুর দাম কমলো বেশ কিছুটা। বর্তমানে আসানসোলের বিভিন্ন বাজারে এক ধাক্কায় আলুর দাম কমে হলো ৩২ থেকে ৩৫ টাকা প্রতি কিলো। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলে আপামর জনগন। ধর্মঘট প্রত্যাহারের পর আসানসোলের বিভিন্ন বাজারে আলুর দাম ও তা কেমন বিক্রি হচ্ছে সবটাই পরিদর্শন করেন আসানসোল জেলা শাসক।