অরূপ ঘোষ,ঝাড়গ্রাম:
পুজোর আগেই নবান্ন অভিযানের ডাক দিলেন রাজ্যের আশা কর্মীরা। উল্লেখ্য দীর্ঘদিন ধরেই ভাতা বাড়াবার দাবি করে আসছেন আশা কর্মীরা। এবার তারা ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে মঙ্গলবার ঝাড়গ্রাম সিএম ও এইচ এর কাছে ডেপুটেশন দিলেন । এই বিষয়ে ইউনিয়নের রাজ্য সহ সভাপতি সুস্মিতা মাহাতো জানালেন, প্রধান মন্ত্রী G20 অনুষ্ঠানে সোনা রূপার থালার উপহার দিচ্ছেন। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিধায়কদের 40হাজার টাকা ভাতা বৃদ্ধি করছেন। অথচ আমাদের ভাতা সাড়ে 4 হাজার থেকে আর বাড়ছে না। কিন্তু আমাদের সবধরনের সরকারি কাজে ব্যবহার করা হচ্ছে। সরকারের যাবতীয় কাজ আমরা করছি কিন্তু কোনোরকম সরকারি সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। এরই প্রতিবাদে আগামী অক্টবরে, আমরা নবান্ন অভিযান করবো। তাতেও যদি সরকার সচেতন না হয় ,তাহলে আমরা নভেম্বর থেকে কর্মবিরতির পথে হাঁটবে