
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : ভোট বড় বালাই. ভোটের বৈতরণী পার হতে বর্ষিয়ান নেতা আব্দুর রেজ্জাক মোল্লার সাথে দেখা করলেন জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারী।
উল্লেখ্য, সপ্তম দফায় ভোট রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রে. তার আগে দাপিয়ে প্রচার করছেন সব প্রার্থীই. কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ. শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় নির্বাচনীয় প্রচার করেন বিজেপি প্রার্থী। প্রচারের ফাঁকে দলীয় কর্মীদের নিয়ে রেজ্জাক মোল্লার বাড়িতে যান তিনি। তাঁর শারীর কেমন আছে, সে বিষয় খোঁজখবর নেন। এর পাশাপাশি রাজনীতির পরামর্শও নেন অভিজ্ঞ নেতার থেকে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক কান্ডারী বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ রেজ্জাক মোল্লা. তাই তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম.’
বর্ষিয়ান নেতা রেজ্জাক মোল্লা ক্ষীণ কণ্ঠে বলেন, ‘অশোক খুব সাধাসিধে. আমার আশীর্বাদ নিতে এসেছিল. তবে, এটা যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, তাই এখানে বিজেপির জেতার সম্ভাবনা নেই’.
প্রসঙ্গত, জয়নগরে এবার লড়াই ত্রিমুখী. তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডলকে. অন্যদিকে, বিজেপির বাজি অশোক কান্ডারী. আর বাম-কংগ্রেসের তুরুপের তাস আরএসপি-র সমরেন্দ্রনাথ মণ্ডল. কে করবে বাজিমাত, জানা যাবে ৪ জুন.