
ওঙ্কার ডেস্ক:সারদাকান্ডের প্রতিচ্ছবি এবার হাবড়ার অশোকনগরে। ডেইলি ফান্ড সঞ্চয় প্রকল্পে প্রায় ত্রিশ কোটি টাকা প্রতারনার অভিযোগ গৌতম মণ্ডল ও তার দুই ছেলের বিরুদ্ধে। পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত রা। উল্লেখ্য প্রায় ৭-৮ বছর ধরে অশোকনগর ও তার পার্শ্ববর্তী এলাকায় ডেইলি ফান্ড চালাতেন এই পরিবার। এলাকার মানুষ এই ফান্ডে তাদের অর্জিত টাকা সঞ্চয় করতেন এবং বছর শেষে সুদ সমেত টাকা ফেরত নিতেন, কিন্তু হঠাৎই ৩০ নভেম্বর থেকে গা ঢাকা দিয়েছেন গৌতম মণ্ডল ও তার দুই ছেলে। ফলস্বরূপ চিন্তিত এলাকাবাসী। প্রায় ৩০ কোটি টাকা লোপাট করার অভিযোগ করা হয়েছে এই পরিবারের বিরুদ্ধে। ফান্ডে টাকা সঞ্চয়কারীরা কার্যত মানসিকভাবে ভাবে ভেঙে পরেছেন। ইতিমধ্যে হাবরা থানার পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছেন। প্রশ্ন উঠছে ২০১৩ সালে ঘটা সারদা কান্ডের থেকে শিক্ষা না নিয়ে, আবারো কেন চিটফান্ডের উপর করছে মানুষ ।