
অনুসুয়া সিনহা,দুর্গাপুর: যাদবপুর কাণ্ডে আসানসোলের কে টি রোডের বাসিন্দা যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র আসিফ আনসারীকে গ্রেফতার করেছে পুলিশ । খবর পেয়ে বুধবার কলকাতায় এসে পৌঁছান তার বাবা ও মা। আসানসোলে রয়েছে টালির চালা দেওয়া আসিফের বাড়ি। সেই বাড়িতেই থাকেন আসিফের মা, বাবা কাকিমা ও দাদু ও পরিবারের অন্যান্য সদস্যরা। আসিফের কাকিমা জানিয়েছেন আসিফ খুব ভালো এবং মেধাবী ছেলে। । কেই কোন সমস্যায় পড়লে ,সাহায্য করতে এগিয়ে যায় । এই ধরনের কোন কাজ সে করতে পারেনা ,তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য যাদবপুরে ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনায় আরও ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা হল নয়। সূত্রের খবর, রাতভর অভিযান চালিয়ে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা তাঁদের গ্রেফতার করে। ধৃতরা হলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া মহম্মদ আরিফ সহ আরো পাঁচ পড়ুয়া । সূত্রের খবর, ঘটনার দিন রাতে ধৃত ন’জনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে জানতে পেরেছে পুলিশ।