নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরাও। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্নেহমঞ্জু বসুর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে বাদানুবাদ হয় অতীন ঘোষ এর।
এদিন সংবাদমাধ্যমের সামনে ডেপুটি মেয়র জানান, বিশ্ববিদ্যালয় এইরকম পরিস্থিতি থাকলে আক্রান্ত হবেই পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় পরিষ্কারের বিষয় আমি আগেও কর্তৃপক্ষকে জানিয়েছি।
এ প্রসঙ্গে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, আমরা এই বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা চেয়েছিলাম কিন্তু রাজ্য সরকার এই বিষয়টি এড়িয়ে গিয়েছে।
প্রসঙ্গত, গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। বুধবারই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তর দমদম পুরসভা এলাকার এক সপ্তম শ্রেণীর ছাত্রীর। পাশাপাশি গত ১১ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। অভিযোগ উঠেছিল, বিশ্ববিদ্যালয় চত্বরে ক্রমশ বাড়ছে মশার উপদ্রব। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় চত্বর সরেজমিনে পরিদর্শন করলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র।