
প্রদীপ মাইতি, দক্ষিণ ২৪ পরগনাঃ বিবাহিত প্রাক্তন প্রেমিকাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা নন্দকুমারে। অভিযুক্ত প্রেমিকের নাম শুভঙ্কর ভূঁইয়া। জানা গেছে, ফিরোজা খাতুনের সঙ্গে ৪ বছরের প্রেমের সম্পর্ক ছিল শুভঙ্কর ভুঁইয়ার। শুভঙ্কর ভুইয়া নন্দকুমার শাওড়াবেড়া জলপাই ২ এর শ্যামসুন্দরপুর উত্তরপাড়ার বাসিন্দা। অভিযোগ ফিরোজা খাতুনের বিয়ের পরেও দুজনের সম্পর্ক ছিল। মাস খানেক আগে তারা বাড়ি থেকে পালিয়েও যায় একবার। পরে ফিরে এলে মিটমাট করে নেয় দুই পরিবার। কিন্তু আবার তারা বাড়ি থেকে পালিয়ে যায়। সেই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । গ্রামবাসীরা ভাঙচুর চালায় ওই যুবকের বাড়িতে। এমনকি যুবকের মাকে বিবস্ত্র করে রাস্তায় নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। এছাড়াও তাদের দোকানের মালপত্রও নষ্ট করে দেয় ওই হামলাকারীরা।
ইতিমধ্যেই শুভঙ্কর ভূঁইয়া নন্দকুমার থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। প্রথমে পুলিশ নন্দকুমার খেজুরবেড়িয়া গ্রামীণ হাসপাতালে শংকরী ভূঁইয়াকে ভর্তি করেছে। পরে তাঁকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।