
সুমিত কার্গি, ওঙ্কার বাংলা: শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা করল আলিপুরদুয়ারের হাসিমারা রেলস্টেশন অটো ইউনিয়ন। হাসিমারা রেলস্টেশনে আগত এবং স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাওয়া বিশেষভাবে সক্ষম মানুষদের ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে জানালেন অটো ইউনিয়নের নেতৃত্ব। প্রয়োজনে তাঁদের সহযোগিতা করতে ট্রেনে তুলে দেওয়া ও ঘর পর্যন্ত ছেড়ে আসবেন অটো চালকরা। বিষয়টি নিয়ে আইএনটিটিইউসি কালচিনি ব্লক সভাপতি আনন্দ চন্দ জানান, সারা বছর ধরে আইএনটিটিইউসি এর পক্ষ থেকে এই পরিষেবা দেওয়া হবে। এর আগে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির করে নজর কেড়েছে এই অটো ইউনিয়ন।
বিভিন্ন সময়ে বিশেষভাবে সক্ষম মানুষদের হেনস্থার অভিযোগ ওঠে রাস্তাঘাটে। কিন্তু ইউনিয়নের তরফে তাদের জন্য এমন মানবিক উদ্যোগ নেওয়ায় খুশি সমাজের সর্ব স্তরের মানুষ। হাসিমারা রেলস্টেশন অটো ইউনিয়নের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করছেন সবাই।
ভিডিও দেখুন-