
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, “আমরা চাইব আগামী দিনে এই বাংলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। কারণ মানুষ তাঁকে বিশ্বাস করছে। ভরসা করছে। এটা এক নতুন দিগন্ত তৈরি হবে যদি এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদের রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।”অধীরের মন্তব্য নিয়ে কিছু বলতে চাননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, “যদি অভিজিৎবাবু বিজেপি’র হয়ে দাঁড়ান, অধীরবাবু বিজেপিকে ভোট দেবেন তো! বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে আঁতাত করে বহরমপুরের আসন ছেড়ে দিয়েছেন তিনি। এবার লোকসভা ভোটেও তিনি বিজেপির সঙ্গে আঁতাত করতে চাইছেন।”