
সুমন গঙ্গোপাধ্যায়ঃ শেষ পর্যন্ত হয়তো শিকে ছিরবেনা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের? সূত্রের খবর, বিজেপিতে যোগ দিলেও এখনও পর্যন্ত টিকিট পাওয়া নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা প্রাক্তন বিচারপতির।
অবসর গ্রহণের আগেই নিজের পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কানাঘুষ খবর, তমলুক থেকে পদ্ম প্রার্থী হতে পারেন তিনি। এমনকী ইতিমধ্যেই তমলুকে এসে শুভেন্দু অধিকারীর বাড়িতে দেখাও করে যান। কথা বলেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর সাথেও। এমনকী তমলুকে প্রাক্তন বিচারপতির নামে দেওয়াল লেখাও চোখে পড়ছে। তবে এরই মধ্যে কোথাও যেন উল্টে যাচ্ছে হিসাব। তমলুক এর বর্তমান সাংসদ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই গত সপ্তাহে আর এক তৃণমূল ত্যাগি ব্যারাকপুর এর সাংসদ অর্জুন সিং এর সাথে সরাসরি দিল্লী গিয়ে তুলে নিয়েছেন পদ্ম পতাকা। আর তখন থেকেই শুরু জল্পনার। কে হবেন তমলুকের দাবীদার?
একদিকে বর্তমান সাংসদ দিব্যেন্দু অধিকারী অপর দিকে প্রাক্তন বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, শেষ পর্যন্ত এই লোকসভা কেন্দ্রে টিকিট পেতে পারেন দিব্যেন্দু। বিজেপি সূত্রে খবর, প্রথম দিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক আসনে প্রার্থী করে দিব্যেন্দু অধিকারীকে মেদিনীপুর থেকে প্রার্থী করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলেও, মেদিনীপুরের বর্তমান সাংসদ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দমদম আসন দেওয়া হবে বলে ঠিক হয়। কিন্তু মেদিনীপুরের বাইরে অন্য কোথাও প্রার্থী হবেন না বলে ইতিমধ্যেই নির্বাচন কমিটিকে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ।
অপরদিকে রাজ্যের সংগঠনকে হাতের তালুর মতো চেনা দিলীপ ঘোষকে প্রার্থী করা না হলে ফল যে হিতে বিপরীত হতে পারে তা জানে দিল্লীর কেন্দ্রীয় নেতৃত্ব। তাই শেষ পর্যন্ত মেদিনীপুর নয়। খুব সম্ভবত তমলুক থেকেই দাঁড়াচ্ছেন দিব্যেন্দু।
রাজ্য বিজেপি সূত্রে খবর, তমলুক থেকে তিনি প্রার্থী হবেন, এমন শর্ত নিয়েই বিজেপিতে যোগ দিয়েছেন দিব্যেন্দু। তবে প্রথম দিকে কেন্দ্রীয় নেতৃত্ব কাঁথির পর তমলুকেও একই পরিবারের দুজন কে প্রার্থী করা নিয়ে আপত্তি জানায়।
তাদের যুক্তি এর ফলে পরিবার তন্ত্র নিয়ে প্রচার করার সুযোগ পাবে তৃণমূল সহ বিরোধীরা। তবে গোটা বিষয় নিয়ে তীব্র আপত্তি জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে, আসলে নিজের গড় হাতছাড়া করতে নারাজ শুভেন্দু। তাই স্বাভাবিকভাবে তমলুক আসনে নিজের আর এক ভাইকে প্রার্থী করতে জোড় সওয়াল করেন তিনি। সূত্রের খবর, শেষ পর্যন্ত, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর বদলে দিব্যেন্দু অধিকারীর ওপর ভরসা রাখছে পদ্ম শিবির।