
সোমনাথ মুখোপাধ্যায়, কলকাতাঃ নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। সূত্রে খবর, আগামী সপ্তাহে রুজিরাকে সল্টেলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। পাশাপাশি আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য।
ইডি সূত্রে খবর, রুজিরার বয়ান রেকর্ড করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তদন্তে পাওয়া বিভিন্ন নথি ও তথ্যের ভিত্তিতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ও বয়ার রেকর্ড করার প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে।
এর আগে ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে গত ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছিল ইডি। কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়ে দেন পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচি থাকার কারণে তিনি তদন্তকারিদের মুখোমুখি হবেন না। এর আগে লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। কিন্তু তাঁরা এখনও কেউ তদন্তকারী সংস্থার সামনে হাজির হননি।