
মানস চৌধুরী,কলকাতাঃ ‘বৃদ্ধতন্ত্র’ বিতর্ক ফের আরও একবার উসকে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রত্যেক ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা থাকা উচিৎ। বয়স বাড়লে প্রতিটি মানুষের কাজের ক্ষমতা কমে। তবে প্রবীনদের অভিজ্ঞতাকেও কাজে লাগাতে হবে দলের প্রয়োজনে।
ঠিক কি বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক! অভিষেক বলেন, দলে প্রবীণদের দরকার অবশ্যই। তবে ঊর্ধ্বসীমা থাকা দরকার। কারণ বয়স হলে মানুষের কাজের ক্ষমতা কমে যায়। সেই বিষয়টা মাথায় রাখতে হবে।”
প্রসঙ্গত, তৃণমূলের ‘বৃদ্ধতন্ত্র’ নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। মুখ খুলে ছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে পদে থেকে যাওয়ার চেষ্টা করছেন অনেক প্রবীণ নেতা।
রাজনৈতিক মহলের অনুমান, প্রবীণ সাংসদ সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের নিশানা করেই একথা বলেছেন কুণাল। তৃণমূলের ক্ষমতার বিন্যাসে অভিষেকের ঘনিষ্ঠ বলেই পরিচিত কুণাল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দলের পুরনো প্রবীণ নেতাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন।