
সোমনাথ মুখোপাধ্যায়ঃ রাজ্যপাল কলকাতায় ফিরে দেখা না করা পর্যন্ত রাজভবনের সামনে ধর্নামঞ্চেই বসে থাকবেন তৃণমূল নেতৃত্ব। ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, টানা অবস্থান চলবে। রাতও কাটাবেন ধর্নামঞ্চেই।
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের রাজভবন অভিযান। বুধবার দুপুর ২টোর পরে রবীন্দ্র সদন থেকে মিছিল করে রাজভবন যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের সাংসদ, বিধায়ক শাসকদলের শীর্ষস্থানীয় নেতারা। রাজভবনের দুয়ারে পৌঁছে গেলেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেখা মেলেনি। তিনি বৃহস্পতিবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন। উত্তরবঙ্গ থেকে রাজ্যপাল দিল্লিতে চলে গিয়েছেন। রাজ্যপালহীন রাজভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল। রাজ্যের শাসকদলের অভিযোগ, রাজ্যপাল তাদের বিক্ষোভ আন্দোলনে ভয় পেয়ে পালিয়ে গিয়েছেন। ধর্নামঞ্চে থেকে অভিষেক ঘোষণা করেন, সভায় যোগ দেওয়ার জন্য যাঁরা দূর দূরান্ত থেকে এসেছেন, তাঁরা চাইলে ফিরে যেতে পারেন।