
প্রদীপ মাহাতো,পুরুলিয়া : এলাকায় ঢুকেই চোখে পড়ছে প্রচুর ত্রিপল। শীত, গ্রীষ্ম, বর্ষা, এই ত্রিপলের নিচেই দিন কাটছে বহু পরিবারের। যখন আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। তখন পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় উঠল চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগ, আবাস যোজনার ন্যায্য প্রাপকেরা বাড়ি পায়নি অথচ অবস্থাপন্নদের মিলেছে সুযোগ। ফলে, চরম দুর্ভোগে দিন কাটছে এই মানুষগুলোর। শর্মিলা বাউরী জানান, নতুন বাড়ির আশায় পুরনো বাড়ি ভেঙে এই কনকনে শীতে ত্রিপলের তলায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তারা।
সরকারি বাড়ির তালিকায় নাম থাকলেও প্রথম ও দ্বিতীয় কিস্তি পাওয়ার পরেও বরাদ্দ টাকা সম্পূর্ণভাবে না পাওয়ার অভিযোগ তুলছেন জগু বাউরী।
এই বিষয় ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল। পুরুলিয়ার তৃণমূল নেতা স্বপন কুমার মাহাতো বলেন, আবাস যোজনার টাকা আটকে দিয়েছে কেন্দ্র। পাল্টা বিজেপি নেতার অভিযোগ, গরীবদের বঞ্চিত করে শুধু দলের কর্মীদেরই ঘর দিয়েছে তৃণমূল সরকার. এই রাজনৈতিক আকছাআকছিতে কেটে যাচ্ছে বছরের পর বছর. কবে ঘর পাবেন, এখন সেই অপেক্ষাতেই দিন কাটছে আবাস যোজনার যোগ্য প্রাপকদের।