
শঙ্কু কর্মকার, বালুরঘাটঃ বালুরঘাট শহরের বালুরঘাট নিউ টাউন ক্লাব এন্ড পল্লী পাঠাগারের পক্ষ থেকে এ বছরে দুর্গাপুজোর খুঁটি পূজো অনুষ্ঠিত হলো রবিবার। এই ক্লাবটি বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের বলে পরিচিত। তাই বিশেষ আকর্ষণ থাকছে এই ক্লাবের পুজোয়। এবছর পূজোর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি মন্ডপ। সুত্রের খবর অনুযায়ী, সুকান্ত মজুমদারের পরিচিত ক্লাবের পুজো্র উদ্বোধনের দিন উপস্থিত থাকছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আগামী বছর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাম জন্মভূমিতে প্রতিষ্ঠিত মন্দিরের উদ্বোধনের আগে এবছর বিশেষ আকর্ষণ থাকছে বালুরঘাটে। এদিন তারই ছোট্ট রেপ্লিকা সামনে আনে বালুরঘাটের পুজো কমিটি। তাই এবছর দর্শকদের মন জিতে নেবে বলে আশাবাদী নিউ টাউন ক্লাব এন্ড পল্লী পাঠাগারের পুজো কমিটি।