
ওঙ্কার বাংলা ডেস্ক: বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদের নির্বাচনে পরাজিত হলেন বাবুন ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায়। সম্পর্কে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। ভারোত্তোলন সংস্থার চন্দন রায়চৌধুরী ৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে বাবুন পেয়েছেন ২০টি ভোট। দুজন সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন।
বঙ্গ অলিম্পিক সংস্থার নির্বাচন ছিল শুক্রবার। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই ভোট হয়। প্রসঙ্গত চার বছর আগে এই নির্বাচন ঘিরে উন্মাদনা ছিল অনেকটাই। কারণ সেবারের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দুই ভাই। দাদা অজিত বন্দ্যোপাধ্যায় বনাম ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের লড়াই চাক্ষুষ করেছিল ময়দান। যদিও দাদাকে হারিয়ে শেষ হাসি হেসেছিলেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। বিওএ সভাপতি হয়েছিলেন তিনি। এবারের নির্বাচনে লড়াইয়ে ছিলেন না অজিত বন্দ্যোপাধ্যায়। কিন্তু উন্মাদনা ছিল যথেষ্ট। বাবুনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন চন্দন রায়চৌধুরী। অনেকে ভেবেছিলেন দাদা অজিত না থাকায় ভাই স্বপনের জয় সহজ হবে। কিন্তু বাস্তবে তা ঘটল না।