
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর পথে হাঁটলো কেন্দ্রের আরো এক তদন্তকারী সংস্থা ইডি। নিয়োগ দুর্নীতির বিষয়ে টাকি ও বাদুড়িয়া পুরসভার কাছ থেকে যে যে তথ্য ও নথি চেয়েছিল সিবিআই, এবার সেই একই তথ্য নথি চেয়ে টাকি ও বাদুড়িয়া পুরসভাকে নোটিশ দিল ইডি। সূত্রের খবর এই সমস্ত নথি দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে টাকি পুরসভা কর্তৃপক্ষকে। এ বিষয়ে টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় জানান, পুরসভা কর্তৃপক্ষের তরফ থেকে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা হবে। টাকি পুরসভার এক্সিকিউটিভ অফিসার যাবতীয় তথ্য ও নথি যা টাকি পৌরসভার কাছে আছে তা ইডি কে তুলে দেবেন। অপরদিকে টাকি পুরসভার বিজেপি কাউন্সিলর উমা মন্ডল জানিয়েছেন ইডির চিঠি পাঠানোর ব্যাপারটি তিনি শুনেছেন। তিনি চান প্রকৃত অপরাধীরা শাস্তি পাক ।
উল্লেখ্য টাকি ও বাদুড়িয়া পৌরসভা কে আগামী এক সপ্তাহের মধ্যে ২০১৭ সাল থেকে ২২ সাল পর্যন্ত গ্রুপ ডি নিয়োগ তথ্য সংক্রান্ত সমস্ত রিক্রুটমেন্ট এর নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ
দেওয়া হয়েছে। সেই অনুযায়ী
গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ল্যাপটপ মোবাইল ফোন সহ একাধিক জিনিসপত্র সার্চ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে নথিপত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পুরসভার আধিকারিকরা