
পার্থ পাল,হাওড়া:বাগনানের একটি কাগজ কারখানায় আয়কর আনা।মঙ্গলবার হাওড়ার বাগনানের কৃষ্ণা টিসু প্রাইভেট লিমিটেড নামের একটি কাগজ কারখানায় হানা দেয় আয়কর দফতর। মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা গাড়িতে করে কাগজ মিলের মধ্যে প্রবেশ করেন । তখন কারখানার গেটের সামনে কেন্দ্রীয় জোয়ানদের মোতায়ন করে রাখা হয়েছিল । কারখানার মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিলো না । তবে কি কারনে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।