
অরূপ ঘোষ,ঝাড়গ্ৰাম : প্রশাসন চক্রান্ত করে আদিবাসী বৈগা সম্প্রদায়ের এসটি সার্টিফিকেট প্রাপ্তদের জাতিগত শংসাপত্র বাতিল করতে চাইছে এই অভিযোগে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়াতে প্রতিবাদ সভা করল বৈগা সম্প্রদায়ের সামাজিক সংগঠন ‘জেরকা বুরু আদিবাসী বৈগা সমাজ’। এদিন তপসিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে হয় বৈগা সম্প্রদায়ের এই প্রতিবাদ সভা।সভায় ঝাড়গ্ৰাম জেলা নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা নেতারা। এদিনের সভা থেকে একের পর এক বৈগা নেতা ক্ষোভ উগরে দেন ঝাড়গ্ৰামের মহকুমা শাসকের বিরুদ্ধে।অভিযোগ করেন ঝাড়গ্ৰাম জেলার বৈগা সম্প্রদায়ের মানুষজনকে কয়েকবছর ধরে এসটি সার্টিফিকেট দেওয়া বন্ধ করা হয়েছে। পাশাপাশি আগে থেকে যে সমস্ত বৈগা জাতিগোষ্ঠীর মানুষ এসটি সার্টিফিকেট পেয়েছেন তাদের শংসাপত্র বাতিল করার চক্রান্ত করা হচ্ছে। সমীক্ষা, কাগজপত্র যাচাই এর নাম করে বৈগা সম্প্রদায়ের মানুষজনকে বাগাল জাতি বলে চালানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ।
এদিনের প্রতিবাদ সভা থেকে জেরকা বুরু আদিবাসী বৈগা সমাজ’এর নেতারা হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসন চক্রান্ত বন্ধ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে সমাজের তরফ থেকে।