
অমিত কুমার দাস,কলকাতা ;তৃণমূল নেতা জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের নির্দেশে খারিজ হয়ে গেল জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন। যা তথ্য প্রমান পাওয়া গিয়েছে তার ভিত্তিতে জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিচারপতি। সূত্রের খবর যে ফোন উদ্ধার হয়েছে সেখান থেকে চাকরি প্রার্থীদের সঙ্গে কথোপকথনের রেকর্ড পাওয়া গিয়েছে বলে শুনানিতে জানানো হয় সিবিআই এর পক্ষ থেকে। এছাড়াও ওই ফোন থেকে টাকার লেনদেন সংক্রান্ত একাধিক নথি উদ্ধার হয়েছে বলেও সিবিআই সূত্রে খবর। ব্যাংকের লেনদেনে নজর দিলেই জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতিতে প্রত্যক্ষ ভূমিকা রয়েছে তা স্পষ্ট বোঝা সম্ভব বলে জানানো হয়েছে সিবিআই এর পক্ষ থেকে ।সমস্ত কিছুর প্রেক্ষিতে এ দিন খারিজ করে দেওয়া হয় জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন