
নিজস্ব প্রতিনিধি:শনিবার হিংসার বাতাবরণে শেষ হয়েছে পঞ্চায়েত ভোট।ভোট হিংসার বলি হয়েছেন 18 জনেরও বেশি। বোমাবাজি, গুলিচালনা ছাপ্পা ভোট, ব্যালট বাক্স লুট, সব মিলিয়ে ব্যাপক অশান্তি ,উত্তেজনা দেখা গেছে ভোটের দিন।তবে এই সবকিছুর পর বর্তমানে তালা বন্দী গণ দেবতার রায়। বাইরে অতন্দ্র প্রহরায় কেন্দ্রীয় বাহিনী, নিচ্ছিদ্র নিরাপত্তার ঘেরা টোপে স্ট্রং রুম।উল্লেখ্য শনিবার গভীর রাত পর্যন্ত জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ভোট বাক্স। সেগুলি এই মুহূর্তে তালা বন্দী জলপাইগুড়ির ডি সি আর সি পলিটেকনিক ইন্সটিটিউটের অস্থায়ী স্ট্রং রুমে।
স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানেরা এর সঙ্গে রয়েছে রাজ্য পুলিশের কর্মীরা।
জেলার যে বুথ গুলিতে নির্বিঘ্নে ভোট গ্রহন পর্ব সমাপ্ত হয়েছে সেই সব এলাকার জনপ্রতিনিধিদের ভাগ্য এই মুহূর্তে তালা বন্দী রয়েছে এই স্ট্রং রুমে।অপরদিকে উত্তরদিনাজপুর জেলার জনমত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সুরক্ষিত করা হয়েছে রায়গঞ্জ এর পলেটেকনিক কলেজের মধ্যেই স্ট্রং রুমকে। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর সাথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।এখন অপেক্ষা 11 ই জুলাই মঙ্গলবার অবধি ।ওই দিনই জানা যাবে গ্রাম বাংলার মানুষের রায়।