
নিজস্ব প্রতিবেদক, কলকাতা :সাইবার হানার শিকার বালিগঞ্জ কসবার বাসিন্দা এক তরুণী নার্স । ব্যক্তিগত তথ্য প্রকাশের ভয় দেখিয়ে ব্লাকমেল করার অভিযোগ। বালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। সূত্রের খবর, কসবার হালতুর বাসিন্দা পেশায় বেসরকারি নাসিংহোমের কর্মী ওই তরুণী। অভিযোগ, তার হোয়াট অ্যাপ হ্যাক হয়ে যায়। হোয়াট অ্যাপ থেকে তার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্ল্যাক মেল করছে অভিযুক্তরা। তরুনীর আরও অভিযোগ, তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ছবি পাঠাচ্ছে জনৈক ব্যাক্তি। এমনকি তার অফিসের সহকর্মীদের হোয়াটস অ্যাপ অ্যাকাউন্টে ছবি পাঠানো হচ্ছে। টাকা চেয়ে ব্লাকমেল করা হচ্ছে।
প্রসঙ্গত,দিন দিন সাইবার অপরাধ বেড়ে চলেছে সমাজে। এই অপরাধ কমাতে সাইবার ক্রাইম শাখা তৎপড়। ব্যাক্তিগত তথ্য ফাঁসের ভয় দেখিয়ে ব্লাকমেল নতুন কিছু নয়। পুরো ঘটনায় ইতিমধ্যেই বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে।