
শঙ্কু কর্মকার, দক্ষিণ দিনাজপুরঃ বালুরঘাটের সবজি ব্যবসায়ী এবং পাইকারি সবজি ব্যবসায়ীদের বিবাদের জেরে ব্যবসা ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য। বুধবার সকাল থেকে শুরু হল ধর্মঘট।
জানা গিয়েছে, করোনা সংকটের সময় এক জায়গায় যেতে বেশি মানুষ ভিড় না করে সএই জন্য, প্রশাসন পাইকারি সবজি ব্যবসায়ীদের তহ বাজার এলাকা থেকে সরিয়ে বালুরঘাটের আন্দোলন সেতু এলাকায় স্থানান্তরিত করে। তারপর থেকেই পাইকারি সবজি ব্যবসায়ীরা আন্দোলন সেতু এলাকাতেই তাদের বেচাকেনা শুরু করে। সকাল ছটা থেকে সকাল ন’টার পর্যন্ত বাজার খোলা থাকে।
খুচর সবজি ব্যবসায়ীদের দাবি আন্দোলন সেতু এলাকা থেকেজিনিস কিনে তহ বাজারে এসে দোকান করতে তাদের সমস্যায় হয়। তাই পুনরায় পাইকারি বাজার ফিরিয়ে আনার দাবি তে শুরু হল অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট । বালুরঘট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র আলোচনার জন্য ব্যবসায়ীদের ডেকে পাঠিয়েছেন। পাশাপাশি ধর্মঘট প্রত্যাহারের আবেদন জানিয়েছে।