
শঙ্কু কর্মকার, বালুরঘাট : জাতীয় স্বাস্থ্য পরিকাঠামো কেন্দ্রের পক্ষ থেকে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে এক সারপ্রাইজ ভিজিট করা হয় বালুরঘাটে। বালুরঘাট পৌরসভার অধীনে ২৪ নং ওয়ার্ড বালুরঘাট সাহেবকাছাড়ি পৌর হাসপাতালে ভিজিট করে তারা। প্রতিবছর এই ভিজিট হয়ে থাকে। এবার সেই প্রতিনিধি দল ভিজিট করেছিলেন বালুরঘাট সাহেবকাছাড়ি পৌর হাসপাতালে। মে মাসের ১০ এবং ১১ তারিখ তারা ভিজিট করে।স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোর পাশাপাশি হাইজিন , মেডিসিন , এক্সট্রা ফ্যাসিলিটি এই সব বিষয়ে রিপোর্ট সংগ্রহ করে।দুই দিন ধরে চলে রিপোর্ট সংগ্রহ প্রক্রিয়া সকাল ৯ টা থেকে রাত ৯ টা অবধি।এমসিআইসি স্বাস্থ্য বিভাগের বিপুল কান্তি ঘোষ জানান , সাহেবকাছারি স্বাস্থ্য কেন্দ্র ৯০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে টেস্টে। জানাযায় এই সাহেবকাছারি স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে অত্যাধুনিক x ray মেশিন তার পাশাপাশি দ্রুত রুগী পরিষেবা, সময়ে ওষুধ সাপ্লাই , টিকা করণ, বিভিন্ন রকম টেস্টের পরিষেবা উন্নতমাণের ।