
শঙ্কু কর্মকার, বালুরঘাট: বালুরঘাটের কৃতী সন্তান , স্বাধীনতা সংগ্রামী মহারাজ বোসের নামাঙ্কিত পার্ক এখন জলের তলায়! লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই পার্কের দুরবস্থা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও বিরোধীরা ।উল্লেখ্য বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাটের ১৭ নম্বর ওয়ার্ডে তৈরি করা হয়েছিল বালুরঘাট শহরের কৃতি সন্তান মহারাজ বোসের নামাঙ্কিত একটি পার্ক। চার দিনের টানা বর্ষণের ফলে উদ্বোধনের আগেই সেই পার্ক আত্রাই নদীর জলে ডুবে গেছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে স্থানীয় মানুষদের। পৌরসভার দূরদর্শিতার অভাবেই এই পার্কের বেহাল অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের।
এই বিষয়ে কাউন্সিলওর প্রবীর দত্ত বলেন এই স্থানে পার্ক তৈরি না করে, সেই অর্থ দিয়ে পুরসভা যদি একটি ফ্লাড সেন্টার তৈরি করত তাহলে এলাকার মানুষ উপকৃত হতেন। কারন প্রতি বছর ওই কলোনি আত্রাই নদীর জলে ডুবে যায়। তাই তৈরি করার আগে ভাবনা চিন্তা করা উচিত ছিল।
এই বিষয়ে শিক্ষাবিদ নবকুমার দাস জানান স্বাধীনতা সংগ্রামী মহারাজ বোসের নামে পার্ক নামকরণ করা ভালো সিদ্ধান্ত হলেও , স্থান নির্ধারণ করার ক্ষেত্রে অদূরদর্শিতার পরিচয় দিয়েছে পুরসভা।লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মহারাজ বোসের এই নামাঙ্কিত পার্ক জলমগ্ন হওয়ার পর শাসক দলের ব্যর্থতা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।আর বর্তমানে তা নিয়েই সরগরম বালুরঘাটের রাজনীতি ।